রূপের বদল --শারমীন ইসলাম
একটু একটু করে তুমি বদলে যাচ্ছিলে প্রতিনিয়ত,
বুঝে ছিলাম তোমার মাঝে এ এক নতুনত্ব।
কোনটা যে আসল তুমি আর কোনটা যে নকল তুমি,
বুঝিনি কোন রূপে লুকিয়ে ছিল যে ধ্রুব সত্য।।
কখনো লিখতে আমাকে নিয়ে কবিতার পাহাড়,
যদিও মনমানসিকতা ছিলনা তোমার তা গড়ার।
কখনো মেলেছো ডানা জ্ঞানশূণ্য মুগ্ধ চোখে,
আবার কখনো উদাসী ভাব তাড়া করতো মুখে।
কখনো গহীন রাত্রিতে পাড়ি জমাতে নির্ভাসীতা হয়ে,
আবার সবচিন্তার পাহাড় পেছন ফেলে ছুটে আসতে।
সাদা পুষ্প,হাজারো গল্পে গড়ে তুলেছিলে চরম মুহুর্ত,
অচিরেই চাপা পড়ে গেলো সেই সময় ঘূর্ণি আবর্তে।
কখনো তোমার হৃদয়ের দর্পণে সন্দেহাতিত আমাতে,
আবার কখনো শূন্য হাতে জল ছিটাতে আমার গায়েতে।
তোমার এ বহুরূপী সব রূপই লাগে যে চিরসত্য,
বুজে গিয়েছিলাম তোমার মাঝে এ এক নতুনত্ব।।
No comments