Header Ads

" আমরা আসলে কি চাই" ---- সাদিয়া ঐশী

আজ যখন ঘুম ভাঙ্গলো, তখন বাইরে বৃষ্টি...অস্পষ্ট স্বপ্ন ভেঙ্গেই মনে হলো পরের জন্মে তার তিতাস হবো,দোল মঞ্চের আবীর হবো,শিউলিতলার দুর্বো হবো...হ্যা,আ
রন্যক বসুর "মনে থাকবে" কবিতার কথা ভাবছিলাম...
তারপর মনে হলো আসলে মানুষ কি হতে চায়...
কিংবা মানুষ কি আসলে সুখী না?
আমার চারপাশের মানুষেরা আসলে কি চায়...?
অথবা আমার কাছাকাছি বয়সী মানুষেরা আসলে কি চায়...?
অনেকগুলো মানুষের অনেকগুলো উত্তর এখন আমার কাছে...প্রায় সব উত্তরগুলো এইই বলে যে আমরা সবাই সুখী হতে চাই,শান্তি চাই, যা আছে যা ছিলো সব নিয়েই সুখী হতে চাই...এতোগুলা মানুষের মধ্যে একজন মাত্র মানুষ টাকা চায়,তাও আবার অন্যকে দেবার জন্য...
যে কজন মানুষ জীবন ভালোবাসে না তারা আমার কাছের বন্ধু,খুবচেনা মুখ অথচ বন্ধু হিসেবে তাদের দুঃখগুলো আমি বা আমরা কেউই মুছে দিতে পারলাম না...

মানুষ কিভাবে বাঁচতে চায় সেই উত্তরগুলো জনসম্মুখে দেবার ইচ্ছেটা ছিলো না...কিন্তু এখন মনে হচ্ছে যে জীবন সুন্দর, যে জীবন অতি অল্প চায়,সেই চাওয়াগুলো সবার জানা উচিত...আমার নিজের  উত্তরটুকু সবশেষে দেয়া আছে ... ☺

১.
মানুষ ই হই।যেমন আছি মেয়ে। যা যা এজীবনে নাই, সৌন্দর্য,  মেধা, সুস্থ্য একটা পরিপূর্ন নারী,  সফল শক্তিশালি কেউ যে স্বাধীন থাকবে প্রকৃতিতে।। তবে বাংলাদেশে জন্মাইতে চাই না।  অনেক বেশি বাধা এ দেশে।পুরুষ হলে হয়ত হওয়া যেত। খুব প্রেমিক হতাম। পাগলা টাইপ। ধোকা দিতাম না।

২.
মন চাইলেই যেন কাউকে কিছু দিয়ে দিতে পারি।এ জন্মে তো দরিদ্র।মানুষকে কিছু দিতে মন চাইলেও দিতে পারি না মন মতো।আবার যদি সুযোগ থাকে তবে বিশাল টাকা পয়সা নিবো।আর যখন যাকে যা দিতে মন চাইবে,তাই দিয়ে দিবো।

৩.
আবার আমি হয়েই জন্মাইতে চাই।
কিন্তু একটু বুদ্ধিসুদ্ধি সম্পন্ন বাস্তববাদী হিসেবে চাই!  আবেগ এক্টু কম থাকবে, সহজেই মানুষ কে চিনতে পারবে, যার নিজের একটা পাহাড় থাকবে, যখন খুশি তখন মেঘ দেখব, সেই পাহাড়ে একটা বাড়ি থাকবে,  কেও এসে বলবে না এই অনেক থাকসেন পাহাড়ে এইবার নিজের জায়গায় যান, অথবা একটা কুড়ে ঘর থাকবে যেখানে পাহাড়িদের সাথে থাকব, মন যখন চাবে হুক্কা টানব,  জাজ করার কেও থাকবে না,  এমন একটা আইডেনটিটি থাকবে নিজের যা মন চায় করতে পারব, অথবা স্পেন এর কোন একটা গ্রামে থাকব, কৃষি কাজ করব, হাসমুরগী পালব, স্কুলের ছোট বাচ্চাদের পড়াবো, দিন শেষে শান্তিতে থাকব, একটা সুন্দর সহজ সরল জীবন! কিন্তু এই আমি হিসেবেই চাইবো সব কিছু!  এই আমি মেয়েটাকে আমার আসলে অনেক পছন্দ..

৪.
আমি যেমন আছি  এভাবেই থাকতে খুশি।তবে কিছু ভুল করতাম না।শুধুমাত্র দুইএকটা ভুল করতাম না। এর বাদে আল্লহ আমারে যা দিছে,এতোও ডিজার্ভ করি না।যা দিছে অনেক বেশী।আর আর্মি অফিসার হওয়ার স্বপ্নটা আজীবন পোড়াবে..

৫.
আমি বর্তমানে বিশ্বাসী।যা করার এই জন্মেই করতে চাই... "Jina ke liye muskan jaururi hai, esliye mein sari jiban muskarake bitha lungi. Eya mera strong point hei.."

৬.
মানুষ ই হইতে চাইনা৷ বাজ পাখি বা ঈগল পাখি হইলে মন্দ হয়না...আমার এক বান্ধবী  সাগর পাড়ের কোন এক গাছে বান্দর হইতে চায়

৭.
আমার মেজো বোনের সাথে আর ঝগড়া করব নাহ।
আর জীবনে আরো বেশি পরিশ্রম করব।
আর অন্যের মতামত বা অন্যের কারনে নিজেকে পরিবর্তন  করব নাহ।

৮.
পরের জন্ম থাকলে আমি ট্যুর গাইড হতাম, বান্দরবনের গহীনে নিয়ে যেতাম পর্যটকদের। থানচি থেকে আলীকদম যাওয়ার পথে আমার ছোট্ট একটা ঘর থাকতো পাহাড়ের গা ঘেঁষে,....আর অনেক টাকা থাকলে পাহাড়ে একটা স্কুল দিতাম, মাস্টারি করতাম, আর বছরের তিনমাস থাকতো ঘুরার জন্য।।

৯.
আমি তাহলে পাখি হতে চাইতাম, আকাশে ঘুরে বেড়াতাম, স্বাধীন হয়ে বাঁচতাম..আর নাহলে অন্য কোন দেশে আত্মনির্ভরশীল মেয়ে হতে চাইতাম।"Who can liver her life fully with out think anything  before."

১০.
এর সাথে অনেক কিছু জড়িত।সকল প্রাণীর জন্য দুনিয়া ডিসায়ারেবল না।এখন মাথায় যা আছে তা নিয়ে যদি ১২ বছর বয়সে চলে যাইতে পারতাম!!!

১১.
আরও ভালো মানুষ

১২.
আমি যদি আবার নতুন করে জীবন শুরু করতে পারি, তাহলে আমি হয়তো কোন ছেলেকে এতো ভালোবাসবো না যে আমি কষ্ট পেতে থাকি।হয়তো আমি এমন মানুষ দের এভোয়েড করার চেষ্টা করব যারা আমার জীবনে  নেগেটিভ। পজিটিভ মানুষদের সাথে বেশি সময় কাটাবো,যারা আমাকে পছন্দ করে।আর মানুষ হিসেবে ইচ্ছে থাকবে ভালো মানুষ হওয়ার,ভালো কিছু যাতে করি,সেই সৎ সাহস যেন আসে,থাকে,যাতে ঈশ্বরের পথে চলতে পারি,সেগুলোই চেষ্টা করবো...

১৩.
মানুষ ই হইতে চাই প্রথমত ।
আর বাঁচতে চাই এমন ভাবে যেখানে আমার চারপাশের মানুষ হিংসা নামক জিনিসটা চিনবেই না।যেখানে আমার আশেপাশের মানুষ  ধর্ম নামক জিনিস বলতে একটাই বুঝবে তারা সবাই এক, তারা মানুষ। তাছাড়া অন্য কোন ধর্ম থাকবেনা।আর আমিও সেই একই ধর্মের একটা মানুষ হইতে চাই।উচ্ছল,প্রানবন্ত, হাশিখুশি।।আর যেকোন বিপদাপন্ন মানুষকে সাহায্য করার মানসিকতা + সামর্থ্য যেন আমার থাকে।

১৪.
আমি জানি আমি কি চাই কিভাবে চাই।কিন্তু আমার হাতে নাই তা।অনেক বড় কিছু বির্সজন দিতে হবে।অনেক বিশাল কিছুই।পরের জন্মই তো নাই। এই জন্য এটা ভাবিনা।শুধু সৃষ্টিকর্তার যদি কোন মিরাকল দেখায়,সেই দোয়াই করতে থাকি...

১৫.
এতিম ও জাহাজের নাবিক হতে চাইতাম, মানে যার কোনো পিছুটান নেই আরকি। গীটার বা ইউকেলে টা শিখতে চাইতাম। পৃথিবীর এক বন্দর থেকে আরেক বন্দর ঘুরে বেড়াতে চাইতাম, ভিন্ন ভিন্ন মানুষের সাথে পরিচিত হতে চাইতাম তবে কাউকেই ধরে রাখার চেষ্টা করতাম না। আর জাহাজের নিঃসঙ্গ সময়টুকু বই পড়ে আর নিজের টিউন করা ফোক গান গেয়ে, দিগন্ত পানে তাকিয়ে কাটিয়ে দিতে চাইতাম। তারপর একদিন কোনো প্রলয়ংকারী ঝড়ে সলিল সমাধী হতো আমার....এইতো

১৬.
 যেমন আছি শুকরিয়া।প্রতিটা দিনেই নতুন। পিছনের যা যা সব সময় চেয়েছিলাম আল্লাহ কি সব দিসে??  যেইটা দেয় নাই that means আল্লাহ নিজে ঐটা আমার জন্য পরিকল্পনা করে রেখেছেন তাই আমার মতে যেইটা আল্লাহর কাছে চেয়ে তুই পাবি না তাঁর জন্য 10 গুন বেশি শুকরিয়া করা উচিৎ।আর টেম্পোরারি জিনিস গুলো মানুষকে অনেক কিছুই শিখিয়ে দিয়ে যায় যার জন্য ঐ সাময়িক জিনিস গুলোর কাছে আমি সারাজীবন কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং কোনো প্রকার রাগ অভিমান ছাড়াই।

১৭.
নতুন জীবনে ১ দিন = ২৪ ঘন্টা নাহয় ৭২ ঘন্টা চাই.

১৮.
আমি খুব একটা নতুন কিছু চিইতাম না। কিছু জিনিস একটু মডিফাই করতে চাইতাম।জন্মান্তর আমাদের ধর্মে নাই তবে পরজন্মের কথা তো আছে: আখিরাত মানেই তো পরকালের জীবন।আমি একটু অলস। অলসতাটা বদলাইতাম।আর একটু বেশি পড়তে চাইতাম। বেকারত্বটা ঘুচাইতাম।

১৯.
ঘুম ভেঙ্গেই মনে হলো পাখি হতে চাই। তোর বাসার ছাদে ঘুরঘুর করতে চাই। তোরে চাই।

২০.
যদি সুযোগ হতো,আমি অন্য জীবন চাইতাম।ডাক্তার হতে চাইতাম না। ক্রিয়েটিভ কিছু করতে চাই। আমার চাওয়াটা সম্ভবত কম ই।একটা সুন্দর পরিবার চাই।যে পরিবারের সবাই একসাথে বসে খাবার খবে তিনবেলা। যে কোনভাবে সময় বের করবে একজন অন্যজনের জন্য।"No one will feel unloved, unwanted or unimportant.."

২১.
একেকবার মনে হয় মেয়ে না হয়ে এই সমাজে ছেলে হলে মনে হয় ভালো হত,মেয়ে হয়ে জন্ম নেয়াতে আমার অন্তর সাচ্ছন্দ্য বোধ করে কিন্তু আমার বাহিরটা সাচ্ছন্দ্য বোধ করে না।স্বাধীন সুস্থ জীবন চাই,সবাই ভালো থাকুক,কোন হিংসা থাকবে না,সবার সাথে ভালো সম্পর্ক থাকবে এমন জীবন চাই...

২২.
বিসিএস ক্যাডার হতে চাই।

২৩.
আবার মেয়ে হয়েই জন্মাইতে চাই।এমন একটা সমাজ থাকুক যেখানে ছেলে,মেয়েদের সমান চোখে দেখবে,স্বাধীনভাবে যেন চলতে পারি।নিজের ফিউচার,ক্যারিয়ার নির্ধারন যেন শুধু নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারি,পারিপার্শ্বিক পরিবেশের প্রেশার যেন না থাকে সেটাই চাই।

২৪.
এই জন্মে যে ভুলগুলা করছি সেগুলো শুধরাতে চাই।

২৫.
 তোদের সাথেই আবার বাঁচতে চাই, ভালো মানুষ হয়ে।

২৬.
আমি আমিই হইতে চাই,তবে যে ঝামেলা গুলা ছিল অগুলা বাদে,আর একটা টাইম ট্রাভেল করার  ক্ষমতা চাই,কিছু ভুল হইলে সেটা শুধ্রামু অই সময়ে এ যাইয়া,আর প্রচুর ঘুরার শখ টা পুরণ করমু।ও আর এক্টা চাই,স্বাভাবিক জীবন,এই অস্বাভাবিকতা আর কখনই না...

২৭.
আমি এভাবেই বাঁচতে চাই, আমি আমাকে নিয়ে খুশি।

২৮.
অবশ্যই মানুষ হতে চাই। নিজের মতো করে বাঁচতে চাই। মানুষের মতো মানুষ হতে চাই

২৯.
বহুত কিছু পরিবর্তন করতে চাই । প্রথমত আমি কনফিউশান বিহীন জীবন চাই। এতো মানুষের মধ্যে আমি বুঝিনা কে সঠিক।আমি এই ফ্যামিলিকেই চাই আমার ফ্যামিলি হিসেবে যদিও আমি জানি তারা অনেকক্ষেত্রে ভুল।আমার ধর্মে পুনর্জন্ম হয় না,আল্লাহ যেন এ জন্মেই সবার চাওয়াগুলো পূর্ন করেন।আর সবচেয়ে বড় কথা হলো আমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করায় আল্লাহকে ধন্যবাদ দিতে চাই।

৩০.
হিংসা বিদ্বেষহীন জীবন,কারো প্রতি কোন অভিযোগ থাকবে না। আপন মানুষগুলার সাথে জীবন দেখতে চাই।আর প্রিয় কিছু মানুষগুলোর সাথে বাঁচতে চাই।নিজের যে অপূর্ণতাগুলো আছে সেগুলো নিজেকে দিতে চাই যেটা সম্ভব থাকা সত্ত্বেও দিতে পারিনি।আর এমন কিছু বন্ধু চাই যারা কিছু না বললেও মনের কথা বুঝে নেয়.

৩১.
কিছু হইতে চাই না।আমার এই আটপৌড়ে প্রতিনিয়ত বাস্তবতার সাথে যুদ্ধ করা জীবনে আমি অনেক কিছু  শিখছি।দিনশেষে যা পাইছি তাতে আফসোস নাই।

৩২.
পরের জন্মেও নিজের আপন মানুষগুলোকে আপন হিসেবে চাই। জীবনে কিছু ভুল আছে সেগুলা করতে চাই না। তাহলেই আশা করি জীবনটা চাওয়ার চেয়ো সুন্দর হবে। এইরকম সাধারণ একটা জীবনই চাই।

৩৩.
আমি এখন পর্যন্ত যেমন আছি খারাপ নাই। মানুষ হিসেবেই ভালো আছি। আমি মানুষের জন্য কাজ করতে চাই। অন্য অনেক কিছু যেহেতু দেখে আসছি সেসবকে নতুন করে সাজাতে কি করতে হবে সেটা ধারনা আসছে আগের চেয়ে বেশি।তাই আমাকে যদি অতীত শোধরানোর সুযোগ দেয়া হয় তাহলে আমি তাই করার ট্রাই করবো হয়তো। এরচেয়ে বেশি কিছু না।

৩৪.
কত লক্ষ জনম ঘুরে পেয়েছি এই মানব জনব
তাকে হৃদ মাজারে রাখবো ছেড়ে দেবো না

৩৫.
আমি এই জন্মে যেমন মানুষ ঠিক তেমন ই হতে চায় শুধু আমার ফ্যামিলি আর ভালোবাসার মানুষ দুইটা কেই একসাথে জীবনে পেতে চাই যেটা এই জন্মে আমার কপালে ছিল না..

৩৬.
মানবিক হতে চাই,স্বাধীন ও সৎ ভাবে ও  বাঁচতে চাই

৩৭.
আমিতো আর আসতেই চাইনা কারণ আমাদের ধর্মমতে মোক্ষলাভ হলে আর পরজন্ম হয় না।
আমিতো পাপী যদিও মানবজনম হয় তাহলে প্রথমত আমি আমার পরিবার নিয়ে বাচতে চাই, আর এমনটা চাই যেন পৃথিবীতে ধর্ম নিয়ে কোন উগ্রতা থাকবে না, আর একটা মানুষ এর মাঝে যেন সম্প্রীতির বন্ধন থাকে পৃথিবী তে কেউ বেশি সম্পদের মালিক আবার কেউ না খেয়ে থাকবে এমন যেন না হয়।

৩৮.
ঠিক যেমন আছি তেমন হয়েই জন্ম নিতে চাই। বাংলাদেশে। মুসলিম হয়ে আমার মা-বাবার সাথে। শুধুমাত্র আরো একটু আগেকার সময়ে ১৯৮০-৮৫ এর দিকে।

৩৯.
ছোট ছোট কিছু পরিবর্তন করতে চাই।আরো বেশি ধৈর্য্যশীল হতে চাই,একটু কম ভীতু হতে চাই,অলসতা অনেক কমাতে চাই,আরো বেশি ধার্মিক, সামাজিক এবং সাংসারিক দ্বায়িত্বজ্ঞান অর্জন করতে চাই।মানুষ চিনতে চাই। এগুলোর বাহিরে মোটামুটি বলা যায় যেমন আছি তেমনিই থাকতে চাই

৪০.
আমি আর দুনিয়াতে আসতেই চাইনা।

৪১.
শুধু চাই আমি এই ফ্যামিলিতেই যেন থাকতে পারি।

৪২.
অার অপশনের দরকার নাই।দুনিয়াতে যতদিন থাকবি ততই ভেজাল।সব মইরা যাক।দুনিয়ায় শয়তানে ভর্তি।পরকালে কোনো শয়তান নাই।

৪৩.
ঠিক এখনকার মতোই,এইসব মানুষজন নিয়েই। শুধু জীবনে কোনদিন কোন রিলেশনে যাবো না।

৪৪.
আরো নিঃস্বার্থ হয়ে মানে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসার ক্ষমতা  চাই। মানুষের মনের যত দূবল খারাপ দিক গুলা আছে তা বাদ দিয়ে একটা শুদ্ধ মানুষ হতে চাই। সৎ হয়ে সত্য বলার সৎসাহস বেশী চাই।বেশী ইবাদত করার ঈমানে থাকার চেষ্টা করতে চাই।

৪৫.
একটা বেটার লাইফ চাই। এই জীবনে যা যা করতে বা হতে পারিনাই  তা হতে চাই,পাইতে চাই। এ জীবনের খারাপ গুনগুলা যেন না আসে।ভালো একটা মানুষ হতে চাই। মোটকথা এ জীবনের পরিবর্তন চাই। কিন্তু এই মুহূর্তে আমি অনেক সৌভাগ্যবান কেননা আমি আমার ফ্যামিলির সাথেই আছি।
৪৬.
সবাই কে নিয়ে ভালো ভাবে  বাঁচতে চাই।
অনেক কিছু হয়ত বাকি আছে, অনেক গুলো মনের ইচ্ছে হয়ত সময়ের অভাবে অপূর্ণই থেকে গেছে সেগুলো সম্পূর্ণ করব।আর যদি  বলি কেমন মানুষ  হইতে চাই
তাহলে বলব মানুষ হয়ে বাঁচতে চাই  মানবধর্ম নিয়ে।

৪৭.
এমন অপশন পেলে আমি মহাকাশ বিজ্ঞানী হওয়ার চেষ্ঠা করতাম.....কোন একটা স্পেসশিপ নিয়ে মহাকাশেই সারাজীবন কাটিয়ে দিতাম।

৪৮.
আবার নতুন করে শুরু করতে চাই না।জীবন যেটা আছে সেটাই ভালো।অপ্রাপ্তিও অনেক বড় প্রাপ্তি।সুখী হওয়া টা আসলে বিশ্বাস এর একটা ব্যাপার।পৃথিবীতে কেউ একবেলা ডাল ভাতে সুখী, কেউ বুফেতেও অসুখী।

৪৯.
আমি একজন ব্যাবসায়ী হতে চাই। আমি একজন ভালো মানুষ হতে ও বিবেকবান মানুষ হতে চাই। সমাজকে সুন্দর ও শান্তিময় করে গড়ে তোলে সবাই একসাথে মিলে মানসিক ভাবে শান্তিতে থাকতে চাই।

৫০.
আবার সুযোগ দিলে আল্লাহর কাছে  সবার  আগে যত ভুল হইসে সব শোধরাতে চাই। এমন সব সিচুয়েশেন যেন হয়।তারপর  রাগ জীদ কমিয়ে সব অনেক সহজএ মেনে  নেয়া শিখতে চাই।মানুষের সাথে  মিশে   সব ধরণের মানুষের সাথে  মিশতে চাই। মানুষ দেখবো অনেক জায়গায় ঘুরবো সবার  কষ্ট  দেখে বুঝবো হয়তো  চোখের পানির  অনেক দাম।আর বড় কিছু হতে চাই না আমি  সারাজীবন সাধারণ থাকতে চাই। শুধু শান্তি খুঁজে পাই এমন কিছু করার সুযোগ করে নিতে চাই..

৫১.
আমি ঠিক এই জীবনটাই চাইব।
ঠিক এটাই।
কোনো পরিবর্তন ছাড়া।

৫২.
চিন্তা করে দেখলাম, আমি সম্ভবত আবার এরকমই হইতে চাইতাম, এখন যে রকম।

৫৩.
চিন্তা করার কিছু নাই। আমি আবার আমার মতো করেই ফিরতে চাই। এই ফ্যামিলি এই মানুষগুলা,এই জায়গাগুলা।কারণ এই আমি আমার আমিকে এইভাবেই ভালোবাসি, এই অবস্থানেই সন্তুষ্ট। আর তাড়াতাড়ি মরতে চাইনা।আরো কত কাজ বাকী আছে.

 ৫৪.
মানুষ হইয়া জন্মাব।পুরুষ হইয়া জন্মাব। ভবঘুরে মানুষ। যার কোন পিছুটান থাকবেনা। পৃথিবীর আনাচে কানাচে শহরে বন্দরে ঘুরে বেড়াব। পৃথিবীর যা কিছু সুন্দর আছে সবকিছুর রস আস্বাদন করব।সে তাজমহল হোক বা আইফেল টাউয়ার, নয়গ্রা ফলস, নীলনদ আর পিরামিড। মোনালিসা হোক বা সালভাদর ঢালির রহস্যময় আর্ট সব নিচের চোখে দেখব। একজীবনে কয়েকশ মানুষের জীবন বাঁচব!!!  কীভাবে?  ধর, দুই বছর সন্নাসী হইয়া ভারতের গঙ্গার ধারে অথবা হিমালয়ের পাদদেশে কাটাইলাম। আর ১ বছর লালনের আখড়ায়।আবার কিছুদিন বেদুঈনদের সাথে থাকলাম। কিছুদিন চালাইলাম রিক্সা।কিছুদিন নৌকা.এভাবে কামার,কুমার,নাপিত,মুচি ....... এভাবে একজীবনে বহুজীবন যাপন করব....মানুষদের সাথে মিশব। পৃথিবীর প্রতিটা দেশের একটা করে মেয়ে  বিয়া করব।(!) 😀
যতদিন বাঁচব সত্যিকারের বাঁচাই বাঁচব।তারপর যখন বৃদ্ধ হব। ইউরোপের কোন এক গ্রামে গিয়ে স্হায়ীভাবে বসবাস শুরু করব। রুম ভর্তি বই থাকবে।  ফায়ারপ্লেসের সামনে বসে বসে বই পড়ব। অথবা অতীতের স্মৃতিচারণ করব, কত্ত কত্ত স্মৃতি সারা পৃথিবীর মানুষ। কত্ত ঘটনা.....বই পড়ে আর স্মৃতিচারণ করতে করতে বৃদ্ধকাল কেটে যাবে।
তারপর একদিন মরে যাব। ব্যাস.....আর কিছু চাইনা.....
....চলতি পথে আরেকটা জিনিস পাইলে ভাল সেটা হল, কোন নারীর সত্যিকার প্রেম!! এটা সুন্দর।  তবে এই প্রেম সফরের /বয়সের শেষের দিকে পাইলে ভাল। যৌবনের প্রথমদিকে পাইলে ঝামেলা। পিছুটান তৈরি হবে।পরে কিছুই করা হবেনা....এইতো আর কিছু লাগবেনা!!!

৫৫.
অবশ্যই মানুষ হইতে চাই। আর নতুন করে যদি সব শুরু করতেই হয় তবে এই জীবনের  যে ভুল গুলো আছে  যতটুকু পারি ঠিক করতে চাই।  যেন নিজের ভেতরের যে limitation অাছে।তার বাইরে গিয়ে পৃথিবীটাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি আর কিছু যেন করতে পারি।

৫৬.
কি হইতে চাই সেটা তো এখনই জানি না.. 🙁 তবে মানুষ হিসেবে এখন যেমন আছি তেমনই থাকতে চাই..

৫৭.
*কি হইতে চাইঃ ম্যাথে অনেক ভালো হইতে চাই।সায়েন্স নিয়ে পড়তে চাই।বিজ্ঞানী / রিসার্চার।ব্ল্যাক হোল নিয়ে পড়াশুনা করে ওই ফিল্ডে কাজ করতে চাই।
 *কীভাবে বাঁচতে চাইঃএখন যেভাবে আসি,সেটার মত হইলেই চলে।তবে অবশ্যই আমার ফ্যামিলির মত সাপোর্ট থাকতে হবে। *কেমন মানুষ হইতে চাইঃআরেকটু চালাক।১৮০ ডিগ্রি ঘুরে এস্কট্রোভার্ট।যেরকম ই হই, কারো ক্ষতি যেন না করি।

৫৮.
পরের জন্মে আমি অনেক সুখী মানুষ হতে চাই। রাগের পরিমাণ কমিয়ে ভালোভাবে বাঁচতে চাই।

৫৯.যদি এবারের মত বেঁচে যাই তবে   একটা স্বাভাবিক জীবন বাঁচার চেষ্টা করবো।কোন কিছুর আক্ষেপ রাখবো না।জীবনে যাই আসুক না কেন,জীবনটা হেঁসে কাটিয়ে দিব আর যতটা পারি অন্যের জন্য করবো।

৬০. একে একে সব অপূর্ণতা, অপ্রাপ্তি নিজের হাতে গড়ে নেবো ; শুধু আর খানিকটা শক্তি চাই। আমার মানুষগুলোকে চাই... তোরে নিয়ে মেলা ঘুরবার চাই আর একটা ছোট্ট বুটিক হাউস চাই..

..................অবশেষে  আমার উত্তর...............
আমি ঐশী হয়েই জন্মাতে চাই...এ ভাবেই পাশের মানুষগুলোর ভালোবাসায় আর  আদরেই বড় হতে চাই...প্রাপ্তি অপ্রাপ্তি চাই...এখনকার মতন স্বাধীন হতে চাই...খাপছাড়া হতে চাই...এখনকার মতোই একবুক সমুদ্র নিয়ে ভালোবাসতে চাই..."পরের জন্মে বয়স যখন ষোল, আঠারো কিংবা বিশই সঠিক " তখন ভুল মানুষের প্রেমে পড়তে চাই বারবার...বন্ধু হারানোর কষ্ট পেতে চাই...হোচট খাওয়ার পরও যে মানুষগুলো আমায় সামলে নেয় আমি ওদেরই বারবার পাশে চাই...শুধু এ জন্মে করা ভুলগুলো চাইনা, কোনভাবেই আর অন্যের ক্ষতি করতে চাইনা...অন্যের জন্য কখনই নিজের সাথে প্রতারনা করতে চাইনা...আমি আমার আমিকেই চাই...🙂

No comments

Powered by Blogger.