Header Ads

অনুভূতির যোগফল ---আনোয়ার হোসেন

আরেকটাবার প্রাচীরটা ভেঙে 

দেখোনা কত কথা জমা পরে আছে।

এই হবে শেষ দেখা আর হবেনা 

 তো আসা যাওয়া আমারই কাছে।


ভালবাসার শ্রাবণ নামাবো এইবার

মনের আকাশ ছুঁয়ে। 

যে কবিতা হয়নি লেখা এইবার তা

ইচ্ছেমতন লিখবো হৃদয়ে।


যে মেঘ আকাশের বুকে 

পায়নি কোনদিনও ঠাঁই। 

এইবার তার ইচ্ছেপূরণ হবে

যদি তোমার দেখা পাই।


মেঘের আড়ালে সূর্যকে 

হাসতে হবেই বারবার।

কুয়াশার মাঝে এক ফোঁটা

জলরাশিও দাবী করে তার।


অনুভূতির যোগফলগুলো

মিলায়ে ঘুচাবো মনের ব্যাথা।

এইবার তবে প্রাচীরটা ভেঙেই চলো

মুক্তি দেই সকল নীরবতা।

No comments

Powered by Blogger.