Header Ads

হিংস্র নরপশু ----আনোয়ার হোসেন

 



হানাদারদের লোভের ছায়া যখন

পড়েছিল এ বাংলার নারীদের দিকে।

লক্ষ লক্ষ বাঙালী জেগে উঠেছিল 

আমাদের রক্ষার্থে যুদ্ধাদের বেশে।


রক্তে আগুন লাগিয়ে হও জাগ্রত 

ধর্ষন, লাঞ্চনা,নির্যাতন আর কত?

যে পথে এগোচ্ছে দেশ আর বিশ্ব

লজ্জাবতীর দল হয়ে যাচ্ছে নিঃস্ব। 


হিংস্র নরপশুর হিংস্র থাবায়

জাতিতে জাতিতে আজ যুদ্ধ। 

মানবতা আজ বিদায় নিল

 আর আমরা হলাম বাকরুদ্ধ। 


তাড়িয়ে পশু মাড়িয়ে বিদ্বেষ 

দেখাতে হবে আমাদের বল।

ধর্ষনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে 

জাতি-ধর্ম,বর্ণ হও এক মনোবল।


বাঙালী জাতি পারবে আবার শুধু 

রাজপথে একবার বেরিয়ে যাও।

ভেতরের জগত হতে জাগ্রত হয়ে 

আরেকবার বিজয় দেখিয়ে দাও।

No comments

Powered by Blogger.