Header Ads

"তুমি আসবে বলেই" ---শারমীন ইসলাম








তুমি আসবে বলেই উদ্দেশ্যেহীন হেঁটে যাই একাকী নির্জনে। 
তুমি আসবে বলেই নিশাচর পাখিরা বেড়িয়েছে খাবার সন্ধানে।

তুমি আসবে বলেই ক্ষুদ্র জোনাকিরা আলো জ্বেলে দিয়েছে আনমনে।
তুমি আসবে বলেই প্রকৃতি তার সুপ্ত রূপকে মেলে ধরেছে নিজ গুনে।

তুমি আসবে বলেই আকাশ জুড়ে দিয়েছে  অজস্র তাঁরার মেলা।
তুমি আসবে বলেই ঝিঁ ঝিঁ পোকারা আলো আঁধারিতে করে খেলা। 

তুমি আসবে বলেই সবুজ ঘাস গুলো কুয়াশায় ভিজে  নিয়মকরে প্রতিনিয়ত।
তুমি আসবে বলেই বকুল ফুলের মালা গেঁথে রেখেছি কত-শত। 

তুমি আসবে বলেই এখনো দেখিনি ছেড়া দ্বীপের সূর্যাস্ত।
তুমি আসবে বলেই মাধবকুণ্ডের জলপ্রপাত এখনো হয়নি ক্ষান্ত। 

তুমি আসবে বলেই  আমার গাছের গন্ধরাজ ফুলগুলো এখনো যায়নি ঝড়ে।
তুমি আসবে বলেই চৌরাস্তার ধারে অপেক্ষা করতে এখনো ইচ্ছে করে।

তুমি আসবে বলেই একটি সোনালী স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছি সেই যে কবে।
শুধু তোমার অপেক্ষায় আগলে আছি এক মুঠো সুখ কবে এনে দিবে।

No comments

Powered by Blogger.