Header Ads

ভালোবাসা,--সজল বর্মন--

 

ভালোবাসা দুর্লভ অনুভুতি , যা সস্তা নয়,

ভালোবাসা বিরল, চিরাচরিত নয়।

ভালোবাসা হলো চিরযৌবনা, অন্তহীন-


ভালোবাসা অন্তরের লুকায়িত অনুভূতি, প্রকাশ্য নয়,

ভালোবাসা স্বর্গ থেকে উৎসারিত, মনোমুগ্ধকর।


ভালোবাসায় রয়েছে প্রবল আকর্ষণ-

একে অপরকে গভীরভাবে বুঝতে পারার অনুভূতি।

ভালোবাসায় রয়েছে সীমাহীন স্পর্শ, স্নিগ্ধতা-

একে অপরের জন্যে চাতকের ন্যায় অপেক্ষা করার অনুভূতি।


ভালোবাসাটা এমনই যাকে আঁকড়ে ধরতে হয়।

তা নাহলে মনে হয়,

এই বুঝি ভালোবাসাটা অনেক কম হয়ে গেল, এক রকমের হাহাকার-


ভালোবাসার বিশালতা অনেক,

যার পরিধি-  

প্রকৃতিতে, 

কারোর স্পর্শে,

কারোর বাচনভঙ্গিতে,

কারোর শ্রদ্ধাসহিত শুভদৃষ্টিতে,

মনের অনুভূতির প্রতিটি কোণে কোণে বিদ্যমান।


ভালোবাসা চাঁদিনী রাতে মনের মধ্যে জ্যোৎস্নার আলো,

ভালোবাসা গগনহীন আকাশে ধূমকেতু-

ভালোবাসার মরুর বুকে বালুর সমুদ্র,

ভালোবাসা নীল সমুদ্রে জলরাশির অনন্ত ঢেউ

ভালোবাসা পাহাড়ের বুকে বিশ্বাসের সুউচ্চ তরু।


সত্যিকারের ভালোবাসায় আঁকড়ে থাকে যে, ভালোবাসা চিরকাল বেঁধে রাখে তাকে।


লিখেছেন-সজল বর্মন,

ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ,

ঢাকা বিশ্ববিদ্যালয়।

No comments

Powered by Blogger.