মৃত্যুর যন্ত্রণা নিয়ে ভাবনা নয়,,-লিংকন ভদ্র
#চলুন _জেনে_নিই_মৃত্যু_নিয়ে_সাধারন_ধারনা:
সাধারনত মৃত্যু বলতে আত্মার দেহত্যাগকে বোঝানো হয়। কিছু ধর্মগ্রন্থ অনুসারে মৃত্যুকে ভয়ানক যন্তনাদায়ক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে।প্রকৃতপক্ষে মৃত্যু খুব একটা ভয়ানক প্রক্রিয়া না বরং স্বাভাবিক প্রক্রিয়া।
নিজেকে প্রশ্ন করুন? যখন আপনি জ্ঞান হারান তখন কি আপনি কিছু অনুভব করতে পারেন?
পারেন না।
তাহলে মৃত্যুকে কিভাবে অনুভব করবেন?
তখন তো আপনার ইন্দ্রীয়সমূহ প্রায় বিকল হয়ে যাবে।
#চিকিৎসকরা জানাচ্ছেন, বিভিন্ন রোগে মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই অনেকের মৃত্যুর বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যায়। #এ_সময়_মানুষের_জ্ঞান_থাকে_না। অনেকেরই শ্বাস নিতে কষ্ট হয় কিংবা গলা থেকে শব্দ বের হয়। এটি দেখে অনেকে মনে করতে পারেন যে তার কষ্ট হচ্ছে। তবে বাস্তবে রোগীর প্রায়ই এ সময় কষ্টের অনুভূতি থাকে না। মৃত্যু হলে প্রথমে হার্টের কার্যক্রম বন্ধ হতে হবে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ব্রেইন ও শরীরের অন্যান্য অংশে অক্সিজেন সরবরাহ থেমে যাবে- এই পর্যায়কে বলা হয় Clinical Death। অক্সিজেনের অভাবে পরবর্তী ৪-৬ মিনিটের মধ্যে ব্রেইনের কোষগুলো মারা যেতে শুরু করে। ব্রেইন যখন কর্মকাণ্ড পুরোপুরি থামিয়ে দেয় তখন বলা হয় Biological Death; হয়েছে বা ব্যক্তিটি মারা গেছেন।
#বিখ্যাত_অভিনেতা_এডমন্ড_গোয়েন কে মৃত্যুর আগ মুহুর্তে জিজ্ঞেস করা হয়েছিলো, মৃত্যুর অনুভূতিকে আপনার কাছে কঠিন মনে হচ্ছে কি না?
জাত অভিনেতার উত্তরটা ছিলো এরকম, “Yes, it’s tough, but not as tough as doing comedy….
;# মৃত্যু_পূর্ব_অভিজ্ঞতা: এটা হল একরকম ব্যক্তিগত অভিজ্ঞতা যা মৃত্যুর সঙ্গে সম্পর্কিত; বহুবিধ অনুভব যেমন দেহ থেকে মুক্ত হওয়ার অনুভূতি, গুরুভার দেহ হালকা হওয়ার অনুভূতি, পূর্ণ প্রশান্তি, নিরাপদ অবস্থা, মৃদুতাপের অনুভব, চরম শিথিলতার অভিজ্ঞতা এবং আলোর উপস্থিতি।আমেরিকার ৩৮%- ৫০% প্রাপ্তবয়স্ক মানুষ দৈহিক মৃত্যুর সময় মৃত্যু-পূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।
#মৃত্যুর_খুব_কাছ_থেকে_যারা_ফিরে_এসেছেন:
কেউ বলেছেন তাঁরা স্বর্গ দেখেছেন, কেউ দেখেছেন নরক, কেউ প্রত্যক্ষ করেছেন খুব উজ্জ্বল কোন আলোর ঝলকানি বা অন্ধকার কোন সুড়ঙ্গ থেকে আলোকোজ্জ্বল কোন টানেলে হেঁটে যাচ্ছেন।
তবে International Association For Near-Death Studies (IANDS) এর তথ্যমতে বিজ্ঞানীরা এসব প্রায়-মৃত্যু অভিজ্ঞতা লাভ করা ব্যক্তিদের উপর গবেষণা চালিয়ে একমত হয়েছেন যে জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে এসব মানুষের মৃত্যু অভিজ্ঞতা প্রায় এক ও অভিন্ন।
তাই ভবিষ্যৎ কষ্ঠের কল্পনা করে অযথায় বর্তমানের সুখকে বিনষ্ট করবেন না।সৎ কর্মের সহিত জীবনকে উপভোগ করুন।।
সাধারনত মৃত্যু বলতে আত্মার দেহত্যাগকে বোঝানো হয়। কিছু ধর্মগ্রন্থ অনুসারে মৃত্যুকে ভয়ানক যন্তনাদায়ক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে।প্রকৃতপক্ষে মৃত্যু খুব একটা ভয়ানক প্রক্রিয়া না বরং স্বাভাবিক প্রক্রিয়া।
নিজেকে প্রশ্ন করুন? যখন আপনি জ্ঞান হারান তখন কি আপনি কিছু অনুভব করতে পারেন?
পারেন না।
তাহলে মৃত্যুকে কিভাবে অনুভব করবেন?
তখন তো আপনার ইন্দ্রীয়সমূহ প্রায় বিকল হয়ে যাবে।
#চিকিৎসকরা জানাচ্ছেন, বিভিন্ন রোগে মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই অনেকের মৃত্যুর বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যায়। #এ_সময়_মানুষের_জ্ঞান_থাকে_না। অনেকেরই শ্বাস নিতে কষ্ট হয় কিংবা গলা থেকে শব্দ বের হয়। এটি দেখে অনেকে মনে করতে পারেন যে তার কষ্ট হচ্ছে। তবে বাস্তবে রোগীর প্রায়ই এ সময় কষ্টের অনুভূতি থাকে না। মৃত্যু হলে প্রথমে হার্টের কার্যক্রম বন্ধ হতে হবে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ব্রেইন ও শরীরের অন্যান্য অংশে অক্সিজেন সরবরাহ থেমে যাবে- এই পর্যায়কে বলা হয় Clinical Death। অক্সিজেনের অভাবে পরবর্তী ৪-৬ মিনিটের মধ্যে ব্রেইনের কোষগুলো মারা যেতে শুরু করে। ব্রেইন যখন কর্মকাণ্ড পুরোপুরি থামিয়ে দেয় তখন বলা হয় Biological Death; হয়েছে বা ব্যক্তিটি মারা গেছেন।
#বিখ্যাত_অভিনেতা_এডমন্ড_গোয়েন কে মৃত্যুর আগ মুহুর্তে জিজ্ঞেস করা হয়েছিলো, মৃত্যুর অনুভূতিকে আপনার কাছে কঠিন মনে হচ্ছে কি না?
জাত অভিনেতার উত্তরটা ছিলো এরকম, “Yes, it’s tough, but not as tough as doing comedy….
;# মৃত্যু_পূর্ব_অভিজ্ঞতা: এটা হল একরকম ব্যক্তিগত অভিজ্ঞতা যা মৃত্যুর সঙ্গে সম্পর্কিত; বহুবিধ অনুভব যেমন দেহ থেকে মুক্ত হওয়ার অনুভূতি, গুরুভার দেহ হালকা হওয়ার অনুভূতি, পূর্ণ প্রশান্তি, নিরাপদ অবস্থা, মৃদুতাপের অনুভব, চরম শিথিলতার অভিজ্ঞতা এবং আলোর উপস্থিতি।আমেরিকার ৩৮%- ৫০% প্রাপ্তবয়স্ক মানুষ দৈহিক মৃত্যুর সময় মৃত্যু-পূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।
#মৃত্যুর_খুব_কাছ_থেকে_যারা_ফিরে_এসেছেন:
কেউ বলেছেন তাঁরা স্বর্গ দেখেছেন, কেউ দেখেছেন নরক, কেউ প্রত্যক্ষ করেছেন খুব উজ্জ্বল কোন আলোর ঝলকানি বা অন্ধকার কোন সুড়ঙ্গ থেকে আলোকোজ্জ্বল কোন টানেলে হেঁটে যাচ্ছেন।
তবে International Association For Near-Death Studies (IANDS) এর তথ্যমতে বিজ্ঞানীরা এসব প্রায়-মৃত্যু অভিজ্ঞতা লাভ করা ব্যক্তিদের উপর গবেষণা চালিয়ে একমত হয়েছেন যে জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে এসব মানুষের মৃত্যু অভিজ্ঞতা প্রায় এক ও অভিন্ন।
তাই ভবিষ্যৎ কষ্ঠের কল্পনা করে অযথায় বর্তমানের সুখকে বিনষ্ট করবেন না।সৎ কর্মের সহিত জীবনকে উপভোগ করুন।।
No comments